Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরবগুড়ায় তারেক রহমানের কন্যা ব্যারিষ্টার জায়মা রহমানের জন্মদিন পালিত 

বগুড়ায় তারেক রহমানের কন্যা ব্যারিষ্টার জায়মা রহমানের জন্মদিন পালিত 

বগুড়ায় তারেক রহমানের কন্যা ব্যারিষ্টার জায়মা রহমানের জন্মদিন পালিত

 

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা: জোবায়দা রহমানের একমাত্র কন্যা ব্যারিষ্টার জায়মা রহমানের জন্মদিন বগুড়ায় পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাপ, বিনামূল্যে ঔষধ বিতরণ, এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ ও দোয়া মাহফিল।

শহরের শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ব্যারিস্টার জাইমা রহমান এর জন্মদিন উপলক্ষে ড্যাব বগুড়া জেলা শাখা ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা এবং জিয়াউর রহমান শিশু হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বধানে ফ্রি চিকিৎসা পরামর্শ ও ঔষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ড্যাব এর সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ হাসানাত আলী, ড্যাব এর সিনিয়র যুগ্ন মহাসচিব ডাক্তার মোঃ মেহেদী হাসান, জয়নাল আবেদিন চান, কাজী রফিকুল ইসলাম, মীর শাহে আলম , হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খাইরুল বাশার, শেখ তাউদ্দিন নাহিন প্রমূখ।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জোবায়দা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এর জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আয়োজন দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট একে এম মাহবুবর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চান, কাজী রফিকুল ইসলাম, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাউদ্দিন নাহিন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং শত শত মুসল্লী।

বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবারের আয়োজনে দোয়া মাহফিল হয়েছে। ব্যারিষ্টার জায়মা রহমান-এর জন্মদিনে বগুড়ায় পরিবার বর্গের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদ সদস্য সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, সাহাদৎ হোসেন, আশিক ইকবাল মাহমুদ স্বাধীন, আজিজুল হক মঞ্জু, ইঞ্জি: রোকন তালুকদার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, রেজাউল করিম লাবু, সৈয়দ আব্দুল গফুর দারা, সাইদুজ্জামান শাকিল, শামিম রেজা শামীম, রাকিবুল ইসলাম শুভ, আল-আমিন, উজ্জ্বল।

শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠন এর উদ্যোগে ব্যারিষ্টার জায়মা রহমান-এর জন্মদিনে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। প্রায় ৫শতাধিক চক্ষু রোগীকে বিভিন্ন প্রকার চিকিৎসা সেবা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. শাহ মো: শাজাহান আলী, সাধারণ সম্পাদক ডা. ইউনুছ আলী, শিবগঞ্জ বিএনপির সভাপতি মীর শাহে আলম এর সার্বিক তত্ত্ববধানে চক্ষুক্যাম্প পরিচালিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments