Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরদুপচাঁচিয়ায় এইচপিভি টিকাদান কর্মসূচি উদ্বোধন

দুপচাঁচিয়ায় এইচপিভি টিকাদান কর্মসূচি উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন হয়েছে।

দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের এইচপিভি টিকা প্রদানের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামছুন্নাহার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য উপজেলার ১৬৫টি বিদ্যালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার মোট ৮ হাজার ২০০জন ছাত্রীদেরকে এই টিকার প্রথম ডোজ প্রদান করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments