আল আমিন: ছাত্র-জনতার আন্দোলনে নিহত জিল্লুর রহমানের নামে বগুড়ার গাবতলীতে শহীদ জিল্লুর রহমান সড়কের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকালে গাবতলী পৌর বিএনপির উদ্যোগে বড় গোড়দহ এলাকার এ সড়কের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুসহ পৌর বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ার সদর থানার সামনে গুলিতে নিহত হয় জিল্লুর রহমান।