Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরবগুড়ার মাটিডালীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ

বগুড়ার মাটিডালীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ

স্টাফ রিপোর্টার: বগুড়ার মাটিডালী বিমান মোড় এলাকায় সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনকল্পে বৃহস্পতিবার থেকে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে। পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে বুধবার জরুরি সভা হয়েছে। বেলা বারোটায় সদর উপজেলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।

এতে বক্তব্য দেন সদর ট্রাফিক ইন্সপেক্টর ( এডমিন) সালেকুজ্জামান খান, সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) মঈন উদ্দিন , হাইওয়ে পুলিশের প্রতিনিধি, মাটিডালী বিমান মোড় স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা নাদিরউজ্জামান ঝিনুক, সদস্য আবু সিয়াম, সাইদুজ্জামান হীরা, আবু সাঈদ, রহিম, আলিম, শামীম,সালাম, সুমন অন্যান্য সদস্যবৃন্দ।
এতে বক্তারা বলেন, উত্তরবঙ্গের যাত্রী ও মালবাহী যানবাহন বগুড়া সদর উপজেলা মাটির বগুড়ার প্রথম ও দ্বিতীয় বাইপাস ব্যবহার করে দেশের বিভিন্ন গন্তব্য স্থলে যাতায়াত করে থাকে। মাটি-ডালি এলাকায় ওভারব্রিজ না থাকায় এবং মহাসড়কে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ধীরগতির যানবাহন চলাচল করছে।

এতে সড়ক দুর্ঘটনাসহ যানজটের সৃষ্টি হচ্ছে তাই এই এলাকায় সার্বিক নিরাপত্তায় ট্রাফিকিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

সদর ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) সালেকুজ্জামান খান বলেন, বৃহস্পতিবার থেকে মাটিডালী বিমান মোড় এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে দুইজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments