Sunday, December 22, 2024
Homeউত্তরের খবরকাহালুতে শিশির ভেজা সকাল যেন শীতের আগমনী বার্তা

কাহালুতে শিশির ভেজা সকাল যেন শীতের আগমনী বার্তা

    filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
    hw-remosaic: 0;
    touch: (-1.0, -1.0);
    modeInfo: ;
    sceneMode: Auto;
    cct_value: 0;
    AI_Scene: (-1, -1);
    aec_lux: 92.0;
    hist255: 0.0;
    hist252~255: 0.0;
    hist0~15: 0.0;

সাহিন সরদার. কাহালু বগুড়া প্রতিনিধি : প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। ভোর হতেই কুয়াশার দেখা, রাতে হিম হিম ভাব থাকলেও সকালের রোদে মিষ্টি ভাব,বার্তা দিয়ে যায় প্রকৃতিতে শীত এলো বলে।

শরৎ শেষে হেমন্ত নামছে। এরপরেই শীতের দেখা। কিন্তু বগুড়ার কাহালুতে গ্রাম বাংলার প্রকৃতি এখন থেকেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের অন্যান্য জেলা গুলোর মতোই বগুড়ার কাহালুতে দেখা মিলছে ভোরের শিশির আর কুয়াশার।

দিনভর আবহাওয়া অনেকটা গরম থাকছে কিন্তু দিন শেষে গভীর রাত থেকে হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। দুর থেকে দেখলে মনে হয় ঘাসের উপর যেন মুক্তার মতো শিশির কণা জমে আছে। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টিপ টিপ করে ঝরতে থাকা কুয়াশায় ভিজে গেছে গ্রাম বাংলার পথগুলো।

গাছের পাতা, সবুজ ধানের ক্ষেত আর ঘাসের উপর থেকে ঝরছে শিশির বিন্দু। এখন প্রতিদিন সকালে কুয়াশার আভাস পাওয়া যাচ্ছে। এ কুয়াশা জানান দিচ্ছে শীত দরজায় কড়া নাড়ছে। বর্তমানে প্রতিদিন সকালে এ উষ্ণ শীতল আবহাওয়া উপভোগ করছে বগুড়া কাহালুর মানুষ। তাপমাত্রা অনেকটা কমে গেছে।

কাহালু পৌরপাড়া এলাকার মাছ চাষি তোফাজ্জল হোসেন জানান, রাতে অল্প অল্প করে শীত লাগছে আর সকালে ঘন কুয়াশা দেখা যায়।

কুয়াশা মাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হচ্ছেন ফজরের নামাজ পরা মুসল্লিরা এবং সকালে হাঁটতে বের হওয়া মানুষ ও কাজে যাওয়া শ্রমিক। কাহালু সদরের সাঘাটিয়া গ্রামের মাংস ব্যাবসায়ি শহীদ জানান তিন চার দিন ধরে কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। এ যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments