Monday, December 23, 2024
Homeউত্তরের খবরশাজাহানপুর প্রেসক্লাবের জিয়া সভাপতি সজিবুল সাধারণ সম্পাদক

শাজাহানপুর প্রেসক্লাবের জিয়া সভাপতি সজিবুল সাধারণ সম্পাদক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে গতকাল শনিবার বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এবার প্রেসক্লাবের ৩৬ জন ভোটারের মধ্যে ৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তুমুল প্রতিদ্বন্দীতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে জিয়াউর রহমান (কালের কণ্ঠ) ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (একুশে টেলিভিশন) পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সজিবুল আলম  (দৈনিক দিনকাল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুঞ্জুরুল ইসলম রিপন (দৈনিক মুক্ত সকাল) পেয়েছেন ১১ ভোট। নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে ৫টি পদে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৬টি পদে প্রথীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাব কার্যালয়ে স্থাপিত ভোট কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোট গ্রহণ শেষে প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা অন্তে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনের প্রধান

(উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) মাহবুবুল হোসেন। তাকে সহায়তা করেন

নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা) শামীম ইকবাল এবং

নির্বাচন কমিশনার (উপজেলা একাডেমিক সুপারভাইজার) মুহম্মদ আমিরুল ইসলাম। সহ-সভাপতির ২টি পদে মাইনুল ইসলাম সরকার (দৈনিক কালের খবর) ও শাহীন আলম (দৈনিক দিন প্রতিদিন), যুগ্ম-সম্পাদক পদে সুচন্দন সরকার  (দৈনিক আমার

সুন্দার দেশ) নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে শাহীন আলম (দৈনিক

প্রত্যাশা প্রতিদিন), দপ্তর সম্পাদক পদে গোলাম আজম শামীম (দৈনিক মুক্ত

বার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সফিকুল ইসলাম (দৈনিক ঘোষণা),

ধর্মীয় ও সাহিত্য সম্পাদক পদে মোস্তাকিম হোসাইন (দৈনিক করতোয়া) এবং নির্বাহী সদস্যের ২টি পদে রিয়াজুল ইসলাম (দৈনিক রূপছায়া) ও রমজান আলী রঞ্জু  (দৈনিক উত্তরের দর্পণ) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments