Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরবগুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

বগুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

বগুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

শাজাহানপুর প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজ এলাকায় এঘটনা ঘটে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এঘটনায় নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামের মানিকের ছেলে পলাশ (২৫) ও একই এলাকার আপেল (২৫)। তারা দুজনই বন্ধু বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও শাজাহানপুর থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুই বন্ধু পলাশ ও আপেল বগুড়া-নাটোর মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলে থাকা পলাশ ও আপেল ঘটনাস্থলেই নিহত হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকটি পালি

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments