Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরবগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভা

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভা

প্রেস রিলিজ: বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা রবিবার দুপুরে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কাউছার উল্লাহ আরিফের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আমাদের প্রানের সংগঠন। দীর্ঘদিন যাবৎ এই সংগঠন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। ইতিমেধ্য কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাংগঠনিক দক্ষতা দ্বারা এ সংগঠনটি অন্যতম সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনকে আরো গতিশীল করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কার্যনির্বাহী সদস্য সাবু ইসলাম প্রমুখ। সভায় সংগঠনের উন্নয়নের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments