স্টাফ রিপোর্টার: বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। বিকেলে শহরের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে ট্রাকে শোভাযাত্রা বের করা হয়। পরে বিকেল পাঁচটার পর থেকে করতোয়া নদীর তীরে প্রতিমা বিসর্জন দেয়া হয়। শহর ছাড়াও জেলার অন্যান্য উপজেলায় প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। জেলায় চলতি বছরে ৬৩০ টি মন্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব। উৎসবে বিজয়া দশমীর দিনে ভক্তরা নেচে-গেয়ে, ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে বিদায় জানান দেবী দুর্গাকে। একইসঙ্গে শুরু হয় সামনের বছরে দেবী দুর্গার আগমনের জন্য ভক্ত-পুণ্যার্থীদের অপেক্ষা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের শেষ দিনে রবিবার বিকেলের পর থেকেই বগুড়া শহরের যাওয়া করতোয়া নদীতে পৌর এলাকার ৭২ টি মন্ডপ সহ সদরের মোট ১১০ টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন শুরু হয়ে যায়।
প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
প্রতিমা বিসর্জনে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন
RELATED ARTICLES