Tuesday, December 24, 2024
Homeজাতীয়ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান

ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: গাজীপুর জেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদ পরিবারের সদস্য ও আহতদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল রোববার গাজীপুর জেলায় ছাত্র-জনতার আন্দোলনে আত্মাহুতিদানকারি শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও আর্থিক অনুদান দিয়েছেন।
শহিদ রস্তুম মিয়া, শহিদ আবদুল্লাহ, শহিদ আরিফুল ইসলাম, শহিদ ইলিম হোসেন ও আহত হয়ে চোখ হারানো আনোয়ারের পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ঠ সাংবাদিক আতিকুর রহমান রুমন।
বিকেল ৪টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট শহিদ ও আহত পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়া হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার সহযোগিতা প্রদান করে আসছে। এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলটির সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম ও রুবেল পারভেজ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিক, যুগ্ম আহ্বায়ক নাজমুল, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হান সরকার, মৌচাক ইউনিয়ন বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কামরুল ও মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল দিপু এবং গাজীপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments