Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরসকলের কল্যান কামনায় বগুড়ায় সিঁদুর খেলায় নারীরা

সকলের কল্যান কামনায় বগুড়ায় সিঁদুর খেলায় নারীরা

ন্টাফ রিপোর্টার: দেশ ও জনগনের সার্বিক কল্যানসহ পরিবারের মঙ্গল কামনায় বগুড়ায় সিঁদুর খেলায় মেতেছেন নারীরা। প্রতি বছরের ন্যায় এবারো বিভিন্ন পূজা মন্ডপে নারীরা একে অপরকে সিদুরের রঙে রাঙিয়ে দেন। সুন্দর আগামীর প্রত্যাশায় জীবনকে রঙিন করতে সকাল থেকে প্রতিটি পূজামণ্ডপে ছিল সিঁদুর উৎসব। পূজামণ্ডপগুলোতে তরুণ-তরুণীদেরও উপচে পড়া ভিড় দেখা গেছে। রবিবার সকাল থেকে বগুড়া শহরের বিভিন্ন পূজামণ্ডপগুলোতে শারদীয় দুর্গাপূজার দশমীতে সিঁদুর খেলার আয়োজন দেখা গেছে।
চেলোপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরে সিঁদুর খেলতে ও দেবী দুর্গা মায়ের আশীর্বাদ নিতে আসা ভক্তরা জানান, দেবী দুর্গাকে বিসর্জন দিতে হবে, তাদের হৃদয়ে বিষাদের সুর, বিদায়ের দিন সকালে সবাই পূজামণ্ডপে এসেছেন তারা। ভক্তরা একে অপরের কপালে সিঁদুর দিচ্ছেন। গালে গালে কেটে দেন সিঁদুরের আঁচড়। আনন্দ উল্লাস করতে থাকেন ভক্তরা। তারা জানান, আগামী দিনগুলো যেন ভালো হয়, দেশ ও দেশের মানুষ যাতে ভালো থাকে সেই প্রত্যাশা করছেন। স্বামীসহ পরিবারের সদস্যদের কল্যান কামনায় তারা সিদুরে রাঙিয়ে দিচ্ছেন একে অপরকে। তারা পূজা অর্চনা করেছেন। অতীত জীবনের পাপ মোচন ও অশুভ শক্তির কবল থেকে বাঁচতে দেবী দুর্গার কাছে আশীর্বাদ কামনা করেছেন। সেই সঙ্গে তাদের পরিবারের সব সদস্যই নাচে-গানে ও সিঁদুর খেলায় মেতে উঠেছেন।
বগুড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, জেলায় এবার ৬৩০টি পূজা মণ্ডপে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সামাজিক রাজনৈতিক সংগঠনের সকলের সহযোগিতায় উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments