Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরবগুড়ার শেরপুরে ট্রাক চাপায় দুই নারী গার্মেন্টস কর্মী নিহত

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় দুই নারী গার্মেন্টস কর্মী নিহত

শেরপুর প্রতিনিধি: মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ফেরার পথে বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় দুই নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর এলাকার গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালজ রাকিবুল ইসলাম আহত হয়েছেন। নিহতরা হলো গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার। অপরজন একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার। তারা তিনজনই গাজীপুরের গার্মেন্টসে চাকরি করতেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, নূপুর আক্তারের মা মারা যাওয়ার খবর পেয়ে তারা ভোরে মোটরসাইল নিয়ে রওনা হন। পথিমধ্যে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যায়। এসময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূপুর ও রুনা নিহত হন। চালক রাকিবুল গুরুতর আহত হন।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের পুলিশের নিকট হস্তান্তর করেন। তিনি জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments