Monday, December 23, 2024
Homeবিনোদনদেশের জন্য আলো আনবোই: সোহানা সাবা

দেশের জন্য আলো আনবোই: সোহানা সাবা

উত্তরের দর্পণ, বিনোদন ডেস্ক: তারকাদের ব্যক্তিগত হুয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট ‘আলো আসবেই’ প্রকাশ্যে আসার পর থেকেই বেশ আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী সোহানা সাবা। কারণ গ্রুপটির সক্রিয় সদস্যদের একজন ছিলেন তিনি। এরপর থেকেই তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিনেত্রীও নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রায় সময় নিজের মতামত, উপলব্ধি শেয়ার করছেন। এদিকে ‘আলো আসবেই’ গ্রুপ চ্যাট ফাঁসের পর সামাজিক মাধ্যমে প্রচুর নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হচ্ছেন সোহানা সাবা। ব্রিদুপকারীদের ব্লক লিষ্টেও ফেলছেন নিয়মিত।

সম্প্রতি এক পোস্টে এমনটাই মন্তব্য করলেন অভিনেত্রী। গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবেুকে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সাবা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- ‘কেউ থামায়নি, ইতিহাসের পথে চলা, যুদ্ধজয়ের গল্পে আগামীর আশা জ¦লা। জানি বাঁধা আসবে, তবু থামবো না কোনদিন, দেশের জন্য আলো আনবোই আমরা, সেই দিন।’ পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে।

সেখানে অভিনেত্রী নিজেও এক কমেন্টে লেখেন, আরও সুন্দর সুন্দর (!) কমেন্ট পোস্ট করুন। অলরেডি ১০ জনকে রিপোর্টসহ ব্লকলিস্টে পাঠিয়ে দিয়েছি। বরশি দিয়ে মাছ ধরার মতো কাজ করে এই কমেন্টসবক্স খোলা রাখাটা! সাবার সব পোস্ট এখন আলোচনায় উঠে আসে। নেতিবাচক মন্তব্যই বেশি চোখে পড়ে। এর আগে নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসের কমেন্টে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সাবা বলেন, তার ফেসবুকের স্টেটমেন্ট কোনো পারমিশন ছাড়া পত্রিকায় বা অনলাইনে নিউজ না করতে। এছাড়া গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments