শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে আশেকপুর ইউপি চেয়ারম্যান হযরত আলীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী।
গত রোববার বিকেল ৪টার দিকে শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের রানীরহাট এলাকায় এমানববন্ধন অনুষ্ঠিত হয়। এরআগে গত ২২সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার আশেকপুরের ছোটমন্ডলপাড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন খুন হয়।
এঘটনায় গত ২৬ সেপ্টেম্বর নিহত সাগরের বোন রুখসানা আকতার বাদী হয়ে শাজাহানপুর থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। সেই মামলায় প্রধান আসামী করা হয় আশেকপুর ইউপি চেয়ারম্যান হযরত আলীকে। মানববন্ধনের সময় ওই মামলার আসামী শাহীন ও মেহেদী হাসান বগার পরিবারের লোকজন অংশ নেন। ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামী করার প্রতিবাদে ও মামলায় প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মহাসড়কে সহস্রাধিক ইউনিয়নবাসী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন বক্তব্য রাখেন, আশেকপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল মান্নান মঞ্জু, সোনিয়া খাতুন, শাপলা খাতুন, রফিকুল ইসলাম খান, রফিকুল ইসলাম মন্ডল, মেরাজুল ইসলাম নান্নু, রোকনুজ্জামান রানা, রজিব উদ্দিন, আবু হানিফ, জাহাঙ্গীর হোসেন। এছাড়াও স্থানীয় নজরুল ইসলাম, সাজু তালুকদার, আব্দুল সামাদ, সোহাগ হোসেন, বকুল হোসেন সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধন বক্তারা ইউপি চেয়ারম্যান হযরত আলীকে নির্দোষ দাবি করে বলেন, ইউপি চেয়ারম্যান হযরত আলী একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। তিনি সবসময় এলাকার উন্নয়নে এবং দুর্নীতি প্রতিরোধে কাজ করে গেছেন। ইউপি চেয়ারম্যান সর্বদা অন্যায়ের প্রতিবাদ করেছেন, মাদক সন্ত্রাসী প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ইতিপূর্বে প্রভাষক পারভেজ হত্যার ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছিলেন চেয়ারম্যান হযরত আলী। এই এলাকায় সন্ত্রাসী সাগর ও তার বাহিনী বিভিন্ন ধরনের অন্যায়-অপকর্ম করে যাচ্ছিল। তাদের অন্যায়কে হযরত আলী, বরং প্রতিবাদ করে গেছেন। ইউপি চেয়ারম্যান সৎ সাহসী হওয়ায় তাকে মিথ্যা হয়রানি করতে সাগর হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। প্রকৃত অপরাধীদের তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে। সাগর হত্যাকাণ্ডের সাথে কোনভাবেই ইউপি চেয়ারম্যান হযরত আলী জড়িত নয়।